চবি ইংরেজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৫, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীবকে সম্মাননা প্রদান এবং উক্ত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের ২নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাহ্-এ-নূর কুদ্সী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ রোকন উদ্দীন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সম্মাননা প্রাপ্ত উক্ত বিভাগের শিক্ষক গোলাম হোসেন হাবীব (জি এইচ হাবীব)।
উপাচার্য সম্প্রতি চবি ইংরেজি বিভাগের শিক্ষক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সম্মাননাপ্রাপ্ত গোলাম হোসেন হাবীবকে প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলা ভাষাকে যদি উচ্চ শিক্ষা, আদালত ও দূতাবাসসহ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা যায়, তাহলে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহিদদের আত্মা শান্তি পাবে। উপাচার্য নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকদের সান্নিধ্য থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক জেরীন চৌধুরী, সহকারী অধ্যাপক শান্তা রাণি বিশ্বাস, প্রভাষক আবু মোহাম্মদ কায়সার ও প্রভাষক মো. তাকিত মল্লিক।
চবি ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী অর্ণব সরকার দীপ্ত ও উম্মে হাবিবা মাঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রামের স্টুডেন্টস কো-অর্ডিনেটর হিসেবে শান্তা ভৌমিক, সানজিদা কাউসার, শান্তি লাবণ্য বড়ুয়া ও কোহিনুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন আদমান আলিফ সাকিব, পবিত্র গীতা থেকে পাঠ করেন অভিষেক অধিকারী ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন ডচেংনু চৌধুরী।
অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অংশে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা সাহা, সুষ্মিতা মিমি, আদমান আলিফ, পূর্ণিমা তালুকদার, সামিন ইয়াসির, ডচেংনু চৌধুরী, সিনেট চাকমা, মাং ক্রাট ম্রো, অলকা ত্রিপুরা, সুপ্রতিম বড়ুয়া, রকি আহমেদ নিহাল, আবীর রুদ্র, সাদিয়া সিদ্দীকী, উপমা মজুমদার, তন্ময় দত্ত মিশু, প্রান্ত বড়ুয়া, অভিষেক ইয়াশ, অভিষেক অধিকারী, মালিহা মাহজাবীন, শান্তা ভৌমিকসহ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।
———–
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়