চবি উপাচার্যের সাথে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি ও ইউনিভার্সিটি অব উলংগং এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার ড. মমতা বানু চৌধুরী এবং ইউনিভার্সিটি অব উলংগং এর অর্থনীতির (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে গতকাল (৩১ ডিসেম্বর, ২০২৪) বিকেল ৩:৩০ টায় সৌজন্য সাক্ষাত করেন। এ সময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং প্রাক্তন পরিচালক জনাব ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম নিয়ে অতিথিদের প্রস্তাবকে স্বাগত জানান এবং এ প্রস্তাব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
অতিথিবৃন্দ উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নে মাননীয় উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
———–
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০১/০১/২০২৫