মেন্টাল হেল্থ ফাউন্ডেশন স্কুল অব হ্যাপিনেস কর্তৃক "Way to Well-being" শীর্ষক সাইকোলজিক্যাল সেমিনার আয়োজিত

“মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার: সুস্থ ও সুখী জীবন কামনা সবার’ -এ স্লোগানকে সামনে রেখে ‘স্কুল অব হ্যাপিনেস: মেন্টাল হেলথ ফাউন্ডেশন’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারিতে “Way to Well-being” শীর্ষক মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
 
চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বতর্মান প্রশাসন শিক্ষার্থীদেরকে একাডেমিক ও শিক্ষাসহায়ক কার্যক্রমে মনোনিবেশ করতে ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছে। এর ফলে স্কুল অব হ্যাপিনেসের মতো এতো চমৎকার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমি সকল কিছুর ঊর্ধ্বে মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে গুরুত্ব দেওয়ার জন্য সবাইকে বলবো। আমাদের সম্প্রতি চালু হওয়া কাউন্সেলিং সেন্টার চালু করে ফ্রি সেবা প্রদান করছি। স্কুল অব হ্যাপিনেসের সম্পৃক্ততায় এটি আরও কার্যকর হবে বলে আমার বিশ্বাস।
 
উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, আমরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ‘মেন্টাল হেল্থ কাউন্সেলিং সেন্টার’ প্রতিষ্ঠা করেছি। তবে এমন ভালো থাকার স্কুল আরও আগে থেকে প্রতিষ্ঠা করা দরকার ছিল। যেহেতু আমার স্নেহের শিক্ষার্থীরা এটি শুরু করেছে, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো যেন তারা আমাদের সবাইকে ভালো রাখার এ মহৎ উদ্যোগ সফলভাবে দীর্ঘসময় পরিচালনা করতে পারে। তিনি শিক্ষার্থীসহ সকলকে ভালো থাকার এ মহান উদ্যোগকে স্বাগত জানান।
 
স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা সাকিব আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য তানভীর সরকার ও ইসরাত জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে BRAC IED ম্যানেজার ও সিনিয়র সাইকোলজিস্ট মারুফ হোসেন মিশুক এবং টাইটেল স্পন্সর School Alternative এর চীফ এক্সিকিউটিভ অফিসার শাহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ট্রেইনার হিসেবে সেমিনারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
 
আয়োজক প্রধান ইবনুল আল আহসাব অন্তর, সহকারী আয়োজক প্রধান মো. আশরাফুল ইসলাম ও মোছা. তাহমিনা আক্তার, আয়োজক সমন্বয়কারী, শেখ সিয়াম আজাদ, মিনহাজ উদ্দিন, ইমতিয়াজ জাবেদ ও অন্যান্য আয়োজকরা প্রায় তিন শতাধিক অংশগ্রহণকারীদের অংশগ্রহণে সেমিনারটি বাস্তবায়ন করেন।
 
সেমিনারে পার্টনার ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে BRAC IED (নলেজ পার্টনার), School Alternative (টাইটেল স্পন্সর), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি – চবিসাস (মিডিয়া পার্টনার), চ্যানেল ২৪ (টিভি মিডিয়া পার্টনার), ফুড এন্ড রিসার্চ(ফুড পার্টনার), গ্রাম্য (স্ন্যাকস পার্টনার) হিসেবে সহযোগিতা করেন।
 
উল্লেখ্য, মেন্টাল হেল্থ ফাউন্ডেশন স্কুল অব হ্যাপিনেস একটি মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্ম-উন্নয়নমূলক সংগঠন, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
———–
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Scroll to Top