আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সিইউডিএস চ্যাম্পিয়ন - চবি ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ
উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের সদস্যরা মঙ্গলবার (২০ মে ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিইউডিএস-এর অ্যাসোসিয়েট মডারেটর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক নওরীন মনির প্রমা, দলের বিতার্কিক এরফান অপূর্ব, আরাফাত হোসেন, অর্ণব মিত্র এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আন্তরিক অভিনন্দন জানান এবং বিতার্কিকদের নিয়মিত বিতর্ক চর্চা ও এ অগ্রযাত্রা অব্যাহত রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে এরফান অপূর্ব শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।