চবিতে বিআইসিএম ও ফাইনান্স বিভাগের উদ্যোগে বিনিয়োগ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকাল ১০টায় “Investment in Capital Market” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট- এর কোম্পানি সেক্রেটারি জনাব এ. এস. এম. সায়েম, এফসিএস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের প্রফেসর ড. ফিরোজা আক্তার খানমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার আয়োজক কমিটির আহ্বায়ক চবি ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আকতার হোসেন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বিগত সরকারের আমলে দেশের পুঁজিবাজারগুলোর বেহাল দশার কথা উল্লেখ করে বলেন, নিজেদের লোক যুক্ত করে দেশের পুঁজিবাজারগুলোকে ধ্বংস করা হয়েছে, স্টক মার্কেটগুলোকে পঙ্গু মার্কেটে পরিণত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ রক্ষা করতে পারছে না। উপ-উপাচার্য এ বেহাল দশা থেকে উত্তরণের আহ্বান জানান এবং ভালো মানুষ তৈরির লক্ষ্যে সম্মানিত শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
কর্মশালার আলোচনা পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম উক্ত বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিআইসিএমের পক্ষে কোম্পানি সেক্রেটারি জনাব এ. এস. এম. সায়েম, এফসিএস।
কর্মশালার দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশনে তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায়। কর্মশালায় ফাইন্যান্স বিভাগের শিক্ষকসহ ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিআইসিএমের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে।