চবি আইন অনুষদে মুট কোর্ট সোসাইটি গঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও আইন বিভাগের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি (CUMCS)। এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনি জ্ঞান ও দক্ষতা অর্জনের একটি সুসংগঠিত এবং কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি করা, যার মাধ্যমে তারা ভবিষ্যতে আইন পেশায় নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করতে পারবে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির (CUMCS) প্রথম কার্যনির্বাহী কমিটি বুধবার (২১ মে ২০২৫) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, উক্ত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন, প্রফেসর ড. আসমা বিনতে শফিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি (CUMCS)-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদেরকে আরও পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে। এরূপ কার্যক্রম শিক্ষার্থীদের আত্মউন্নয়নের পথে সহায়ক ভূমিকা পালন করে।
 
CUMCS-এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের এল.এল.এম. শ্রেণির শিক্ষার্থী লামিয়া তাজ নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই বর্ষের মো. মনিরুল ইসলাম। সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সাংগঠনিক সম্পাদক নিশাত তাসনিম।
 
সংগঠনের প্রকাশনা শাখায় রয়েছেন ইতমিনান মনির বাসিলিস, মো. আসিফ রহমান রিয়াদ ও জান্নাতুল ফিরদাউস। গবেষণা শাখায় সেক্রেটারি হিসেবে রয়েছেন নুরেন শেহনীন, ঐন্দ্রিলা বড়ুয়া ও সৈয়দা সাদিয়া জাহরা। প্রতিযোগিতা শাখায় দায়িত্বে আছেন সানজিদা আক্তার দোলা, মো. ফজলে রাব্বী তৌহিদ ও কে. এম. মশিউর রহমান। অর্থ শাখায় রয়েছেন ফুয়াদ হাসান গালিব, আরমানুল হাসান মাসুম ও অন্তরা চাকমা। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন ও প্রফেসর ড. আসমা বিনতে শফিক।
 
CUMCS-এর লক্ষ্য হলো, একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, বক্তৃতা, মক ট্রায়াল ও মুট কোর্ট ইভেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও, বিভিন্ন মুট কোর্ট সোসাইটি, আইনজীবী ও সামাজিক-আইনি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবামূলক কাজ ও খণ্ডকালীন পেশাগত সুযোগ তৈরিতে কাজ করবে।
Scroll to Top