চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬১তম যৌথ সভায় বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬১তম যৌথ সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কলিত ৪৪৭ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে যৌথ সভা আজ (২৮ জুন ২০২৫) বিকাল ২:৩০টায় তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।
 
উপাচার্য বলেন, আমরা নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য—শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। যার ফলে ইতোমধ্যে বিশ্ব র‍্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক অবস্থানসহ দৃশ্যমান ফলাফল আসতে শুরু করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব বৃদ্ধি করতে আমরা চেষ্টা করছি। এ লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান্যবর চ্যান্সেলরের সম্মতিক্রমে ১৪ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সমাবর্তন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এ সমাবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক বরেণ্য শিক্ষক ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট. ডিগ্রি প্রদান করে দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
 
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় বিজ্ঞ সদস্যবৃন্দের সুচিন্তিত মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধিকতর সহায়ক ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
 
এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, মোহাম্মদ আলী, মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব ও চবি সিন্ডিকেট সদস্য জনাব এম. সিরাজ উদ্দিন মিয়া, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, সিন্ডিকেট সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও রেক্টর ড. মো. ওমর ফারুক।
 
এছাড়াও যৌথ সভায় এফসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মোরশেদুর রহমান, প্রফেসর ড. শাহাদাত হোসেন, হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক জনাব মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
 
সভায় মাননীয় উপ-উপাচার্যদ্বয় এবং বিজ্ঞ সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের সুচিন্তিত মতামত পেশ করেন। সম্মানিত সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার চলমান উন্নয়নসহ প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নে একটি সময়োপযোগী বাজেট পেশ করায় মাননীয় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
Scroll to Top