South China Sea Institute of Oceanology, Chinese Academy of Science -এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৫ মে ২০২৫ একাডেমিক এক্সচেঞ্জ ও গবেষণা সংক্রান্ত কাজে চীনের South China Sea Institute of Oceanology, Chinese Academy of Science সফর করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান।
 
গত ২৭ মে ২০২৫ চীনের গোয়াংজুতে অবস্থিত South China Sea Institute of Oceanology, Chinese Academy of Science -এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং South China Sea Institute of Oceanology, Chinese Academy of Science -এর পক্ষে Director General, Professor Dr. Zhang Changhen। পরবর্তীতে দিনব্যাপী Climate Change and Ecology Environment Symposium অনুষ্ঠিত হয়। চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান Chinese Academy of Science -এর শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও গবেষণার সুযোগ সুবিধা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সেশনটি অত্যন্ত সফল ও বিস্তারিতভাবে পরিচালিত হয়।
 
উক্ত Symposium -এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পক্ষ থেকে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন, প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন এবং প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের বর্তমান ও ভবিষ্যতের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের ব্লু-ইকোনমি, ব্লু-কার্বন এবং ব্লু-বায়োটেকনোলজি বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। Chinese Academy of Science -এর পক্ষ থেকে বিশ্বখ্যাত গবেষকরা কয়েকটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। পরবর্তীতে State Key Laboratory of Tropical Oceanography, Chinese Academy of Sciences এর সাথে Institute of Marine Science -এর একটি আলাদা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন ও Laboratory of Tropical Oceanography এর পরিচালক প্রফেসর ড. ইয়ান ঝু স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা চুক্তির ফলে উভয় দেশের বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী বিনিময়সহ যৌথ শিক্ষা, যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, যৌথ সমুদ্র সম্পদ জরিপ ও অনুসন্ধান, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সেমিনার/কর্মশালার আয়োজন থাকবে যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ২৮ মে ২০২৫ চীনের বাণিজ্যিক রাজধানী এবং শিল্প উন্নত শহর সাংহাই গমন করেন। সেখানে অবস্থিত বিশ্বখ্যাত East China Normal University -এর সাথে MoU স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং East China Normal University -এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. ঝিয়ান। এতে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং জীব বিজ্ঞান অনুষদের বিভিন্ন ডিসিপ্লিনের সাথে শিক্ষা ও গবেষণা সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, আলাদাভাবে State Key Laboratory of Estuarine and Coastal Research -এর সাথে Joint Marine Survey Expeditions in the GBM Estuary গবেষণা কাজে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন ও SKLEC -এর পরিচালক Professor Dr. Qing HE। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান East China Normal University (ECNU) -এর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। উক্ত বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের জন্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান-এর ভূয়সী প্রশংসা করেন এবং ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
Scroll to Top